পরীক্ষার্থীদের দরজায় কড়া নাড়ছে মাধ্যমিক পরীক্ষা। কারণ, হাতে আর সময় নেই। তবে এবছরের মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তায় এবার একাধিক ব্যবস্থা নিচ্ছে পর্ষদ। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি বসানোর পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর হলে যে কড়া পদক্ষেপ নেবে পর্ষদ তার হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে মধ্যশিক্ষা পর্যদের তরফ থেকে। এই মর্মে ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিকে এবং স্কুলগুলিকে চিঠি দিয়ে জানিয়েছে পর্ষদ। আর পরীক্ষাকেন্দ্রে এই নজরদারি চালাতে এবার পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারির জন্য নয়া অ্যাপ নিয়ে আসছে পর্ষদ।
মূলত পরীক্ষাকেন্দ্র গুলির উপর নজরদারি করা হবে এই অ্যাপের মাধ্যমে। তবে কীভাবে এই অ্যাপ-এর মাধ্যমে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিচালনা করা হবে, তার জন্য বিশেষ প্রশিক্ষণ দেবে মধ্যশিক্ষা পর্ষদ।এ ব্যাপারেও মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তিমধ্যেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে পৌঁচে গিয়েছে একটি চিঠি। অর্থাৎ, এবার অ্যাপের মাধ্যমেই মূলত মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে বসেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্রর উপর নজরদারি চালাতে চায় পর্যদ। পর্ষদের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা আঞ্চলিক আধিকারিক, জেলার আহ্বায়ক, সেন্টার সেক্রেটারি, এবং ভেনু সুপারভাইজারদের জন্য এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। পাশাপাশি এই বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই অ্যাপটির বিষয়ে বিস্তারিত বোঝানো হবে এই চার ধরনের আধিকারিকদের। এদিকে পর্ষদ সূত্রে খবর, পরীক্ষার দায়িত্বে যারা থাকবেন তারা নিজেদের মোবাইলে এই অ্যাপটি ডাউনলোড করে যাবতীয় তথ্য সরাসরি পর্ষদ কর্তাদের জানাতে পারবেন। এর ফলে পর্ষদ সহজেই বিভিন্ন জেলার প্রান্তিক এলাকায় থাকা স্কুল গুলিতে ঘটতে থাকে যে কোনও ঘটনা সহজে এবং দ্রুত জানতে পারবেন।