৭ ফেব্রুয়ারি রোজ ডে। এই দিন দিয়েই শুরু হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহ। ভালোবাসার রং লাল। তাই এই দিন রক্ত গোলাপের চাহিদা থাকে তুঙ্গে। ভালোবাসার মানুষকে গোলাপ দেওয়ার রীতি এই দিনে।
গোলাপ মানেই সুন্দর। গোলাপ মানেই সুঘ্রান। কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে দামী গোলাপ কি? তার দামই বা কত?
বিশ্বের সবেচেয় দামী ও সুন্দর গোলাপের নাম জুলিয়েট। সবচেয়ে দামি ফুলের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জুলিয়েট রোজ। এর বর্তমান বাজার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৯০- ১১২ কোটি টাকা। ২০০৬ সালে ব্রিটেনের ‘চেলসি ফ্লাওয়ার শো’-তে প্রথম দেখা যায়।ব্রিটিশ গোলাপ চাষি ডেভিড অস্টিন জানান, গোলাপের এই জাতটি তৈরি করতে তার লেগে গিয়েছে প্রায় ১৫ বছর। ২০০৬ সালে চেলসি পুষ্প প্রদর্শনীতে প্রথম গোটা বিশ্বের নজর কাড়ে জুলিয়েট রোজ।এই গোলাপের গন্ধ অত্যন্ত মৃদু। অদ্ভুত মাদকতা থাকে এতে।এর রং পীচের মতো। পাপড়ি সমস্ত মেলার পর এটা নরম পীচ থেকে উষ্ণ এপ্রিকটে পৌঁছয় বলে বর্ণনায় রয়েছে।