আবারও খবররের শিরোনমে হুগলি জেলার হরিণখোলা। এবার অবশ্য রাজনৈতিক ঘটনা নয়, বধূকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামী সহ শ্বশুড়বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে, হরিণখোলার কৃষ্ণপুরের। অভিযোগ, ওই এলাকার এক গৃহবধূকে মারধর করে বিষ খাইয়ে খুন করার অভিযোগ ওঠে স্বামী-সহ সাত জনের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পুলিশ নাসেরা বিবি নামে এক মহিলাকে গ্রেপ্তার করে। এই মহিলা মৃত গৃহবধূর শাশুড়ি। মৃত গৃহবধূর নাম রেহেনা বিবি (২১)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৬ বছর আগে তার বিয়ে হয়েছিল হুগলির আরামবাগ ব্লকের হরিণখোলা পূর্ব কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা নাসির খাঁয়ের সঙ্গে। গৃহবধূর একটি ছেলে ও একটি মেয়ে আছে। গৃহবধূর বাপের বাড়ি বাঁকুড়ার কোতুলপুর থানার বন সরিষা গ্রামে। গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই প্রায় সময় স্বামী নাসির খাঁ নির্যাতন করত। এমনকী, প্রায় সময় গৃহবধূর বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসার জন্য চাপ দিত স্বামী। গত রবিবার বিকালে গৃহবধুর মৃত্যুর ঘটনায় পরিবারের লোকেরা ক্ষোভে ফেটে পড়ে। মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা জানিয়েছে তাদের মেয়েকে মারধর করে বিষ খাইয়ে হাসপাতালে ভর্তি করে গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। তারপর হাসপাতালেই মৃত হয় ওই বধূর। এই ঘটনায় মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা জানতে পেরে ছুটে আসে মহকুমা হাসপাতালে। মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা সোমবার আরামবাগ থানায় একটি লিখিত অভিযোগ করে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় পলাতক মৃত গৃহবধূর স্বামী নাসির খাঁ। সবমিলিয়ে এই ঘটনায় মৃত গৃহবধূর পরিবারে শোকের ছায়া নামে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলে। যদিও পুলিশ সমস্ত বিষয় তদন্ত করে দেখছে।