বাজেট শেষের পর লাফিয়ে বাড়ল শেয়ার বাজারের সূচক

অর্থমন্ত্রীর বাজেট পেশ করার পরই লাফিয়ে বাড়ল শেয়ার বাজারের সূচক। একেবারে রকেট গতিতে উত্থান। বুধবার নির্মলার বাজেট পেশ চলাকালীনই শেয়ার বাজার গ্রিন জোনে ছিল। এরপর বেলা ১ টার সময় দেখা যায় ৬৬৮.৩২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেনসেক্স। পাশাপাশি নিফটি ৫০ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ১৫০.৭০ পয়েন্টে। প্রসঙ্গত, এদিন বেলা ১টার সময় সেনসেক্স ছিল ৬০,৭০০  পয়েন্টের বেশিতে। যা কিনা গত কয়েকদিনের বিচারে সর্বোচ্চ। পাশাপাশি নিফটি এদিন পৌঁছে যায় ১৭, ৯৭২ পয়েন্টে। আর তারই জেরে এদিন ২ লাখ কোটি টাকা এসেছে বিনিয়োগকারীদের পকেটে। শেয়ার বাজার সূত্রে খবর, এদিন যে যে শেয়ারগুলি বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে, সেই তালিকায় সর্বাগ্রে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক, এর স্টক। এছাড়া বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিয়েছে টাটা স্টিল- এর শেয়ার আর এইচডিএফসি ব্যাঙ্কের স্টকও। জেএসডব্লু স্টিল-এর স্টক সবথেকে বেশি লাভ করেছে। অন্যদিকে দাম পড়েছে আদানি এন্টারটেইনমেন্ট, এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ, আদানি পোর্টস, সান ফার্মার মতো সংস্থাগুলির শেয়ারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 9 =