বুধবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।এবারের বাজেটে মধ্যবিত্তের মুখে কিছুটা হলেও প্রশান্তির ছাপ। কারণ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবারের বাজেটে মধ্যিবত্তের জন্য আয়করের সীমা বৃদ্ধি করেছেন। বাড়ানো হল। আগে যেখানে ৫ লাখ টাকা পর্যন্ত আয়ে ছাড়-সহ কোনও আয়কর দিতে হত না এবার তা বৃদ্ধি করে করা হল ৭ লাখ টাকা।একইসঙ্গে এদিন তঅর্থমন্ত্রী এও জানান, নতুন কর ব্যবস্থায় বার্ষিক ৯ লাখ টাকা আয় করেন এমন ব্যক্তিদের বর্তমানে ৬০ হাজার টাকা আয়কর দিতে হয়। এখন তার বদলে এখন দিতে হবে ৪৫ হাজার টাকা।