কলকাতা: আর ১৮-র জন্য অপেক্ষা নয়, এ বার ১৭ বছর বয়স হলেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে আবেদন করা যাবে, বুধবার ১৩তম জাতীয় ভোটার দিবসে এমনটাই ঘোষণা করল নির্বাচন কমিশন। বুধবার কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে ভোটার দিবস পালন অনুষ্ঠানে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, নতুন ভোটারদের জন্য প্রি রেজিস্ট্রেশন সিস্টেম শুরু করা হয়েছে। এখন থেকে ১৭ বছর বয়স হলেই করা যাবে রেজিস্ট্রেশন। এরপর ১৮ বছর হলেই যাঁরা আগাম আবদেন জানিয়ে রেকেচেন তাঁরাই ভোটার হয়ে যাবেন।একইসঙ্গে মুখ্য নির্বানচী আধিকারিকের আশ্বাস, এরপর নতুন ভোটারদের বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে যাবে ভোটার কার্ডও।
এদিকে বুধবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে এদিন দিনভর নানা অনুষ্ঠান হল গোটা দেশে। অনুষ্ঠান হয় কলকাতাতেও। শুধু কলকাতা নয় রাজ্য জুড়ে পালন করা হয় এই জাতীয় ভোটার দিবস। আর সেই উপলক্ষে এদিন একটি সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু। বুধবার ডি এম অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন এসডিও এবং অন্যান্যরা। ভোটার দিবস উপলক্ষে এদিন জেলাশাসক হলে একটি বৈঠকও করা হয়। এদিনের বৈঠকে জেলা শাসক জাতীয় ভোটার দিবসের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ১৯৫০ সালের ২৫ জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই দিনটিকেই ভোটার দিবস হিসাবে বেছে নেওয়া হয়েছিল। প্রসঙ্গত, ২০১১ সাল থেকে ২৫ জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হচ্ছে। ভোটাধিকার প্রয়োগ, ভোট দেওয়ার প্রয়োজনীয়তা, নির্বাচনী সচেতনতা বাড়াতে, নতুন ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগে উত্সাহিত করতেই প্রতিবছর এদিন নানা কর্মসূচি নেওয়া হয় গোটা দেশে।

