নেতাজির জন্মবার্ষিকীতে আন্দামানের ২১টি দ্বীপের নামকরণ করবেন প্রধানমন্ত্রী

আগামী ২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিবসেই আন্দামানের ন্যাশনাল মেমোরিয়ালের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্দামানের নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপেই নেতাজির নামাঙ্কিত ন্যাশনাল মেমোরিয়ালটি হবে। প্রধানমন্ত্রী নয়াদিল্লি থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাজিকে উৎসর্গ করে ন্যাশনাল মেমোরিয়ালের শিলান্যাস করবেন। ওই দিনই আন্দামানের অনামাঙ্কিত ২১ টি দ্বীপের নামকরণ করবেন প্রধানমন্ত্রী।

পিএমও সূত্রে জানা গিয়েছে, ২৩ জানুয়ারি বেলা ১১টায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ জানিয়ে পরমবীর চক্র পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেনাবাহিনীতে বিশেষ অবদান স্বরূপ এবার ২১ জনকে পরমবীর চক্র সম্মান দেওয়া হবে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি তুলে ধরতেই নেতাজির নামে ন্যাশনাল মেমোরিয়্যালের উদ্বোধন করতে চলেছেন মোদি সরকার। পাশাপাশি তাঁর অবদানকে শ্রদ্ধা জানিয়ে আন্দামানের আরও দুটি দ্বীপেরও বিশেষ নামকরণ করা হচ্ছে। আন্দামানের নীল দ্বীপের নামকরণ শহিদ দ্বীপ এবং হ্যাভলক দ্বীপের নাম স্বরাজ দ্বীপ করা হবে বলে পিএমও সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − five =