বিশ্বের ভাঙাচোরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা মোদির, মত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের

বিশ্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব গুরুত্বপূর্ণ। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে এমনভাবেই ভারতের ভূয়সী প্রশংসা করলেন ফোরামের এক্সিকিউটিভ চেয়ারম্যান ক্লস শোয়াব। শুক্রবার, তিনি আরও বলেন, জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব ভারত একেবারে সঠিক সময়ে পেয়েছে। কারণ, বর্তমান বিশ্বে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব গুরুত্বপূর্ণ।

কোভিড-১৯ মহামারির জেরে অর্থনীতির থমকে থাকা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো একের পর এক বিপর্যয়ের মধ্যেও, ২০২২-২৩ অর্থ বছরে ভারতের জিডিপি বৃদ্ধি ৬.৯ শতাংশ হতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বের বড় অর্থনীতিগুলির মধ্যে, মহামারির পর থেকে ভারতের মতো দ্রুত গতিতে, আর কোনও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ঘটতে দেখা যাচ্ছে না। আর এই সকল ইতিবাচক সূচক দেখে, ভারতকেই আগামীর নেতা বলে মনে করছে বাকি বিশ্ব।

এদিন ফোরামের পক্ষ থেকে এক্সিকিউটিভ চেয়ারম্যান ক্লস শোয়াবের এক বিশেষ বিবৃতি প্রকাশ করা হয়েছে। ক্লস বলেছেন, ‘আমি ভারতের মন্ত্রী পর্যায়ের এক প্রতিনিধিদল এবং সেই দেশের বহু শীর্ষস্থানীয় ব্যবসায়ি নেতার সঙ্গে সাক্ষাৎ করেছি। জলবায়ুর ক্ষেত্রে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের জন্য পদক্ষেপ, বিশ্ব স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অবদান, মহিলা-নেতৃত্বাধীন উন্নয়নের জন্য একটি অর্থনৈতিক মডেল তৈরি এবং ডিজিটাল পাবলিক পরিকাঠামো তৈরিতে এই দেশের নেতৃত্ব প্রশংসনীয়। বৈশ্বিক ভূ-অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক সঙ্কটের মধ্যে ভারত একটি উজ্জ্বল স্থান হিসেবে রয়ে গিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − twelve =