রবিবার দেশ জুড়ে পালিত হল ৭৫ তম সেনা দিবস। প্রতি বছরই ১৫ জানুয়ারি ভারতীয় সেনা দিবস হিসেবে পালিত হয় দেশে। এই দিনে ফিল্ড মার্শাল কোডানেরা এম. কারিয়াপ্পাকে সম্মান প্রদর্শন করা হয় সেনা বাহিনীর তরফ থেকে। এই উপলক্ষে প্রতি বছর দিল্লিতে সেনা কুচকাওয়াজও হয়। তবে এ বছর কর্ণাটকের বেঙ্গালুরুর মাদ্রাজ ইঞ্জিনিয়ারিং গ্রুপের (এমইজি) রেজিমেন্টাল সেন্টারে এই আর্মি ডে প্যারেড অনুষ্ঠিত হয়। এই প্রথমবারের জন্য দিল্লির বাইরে সেনা দিবসের প্যারেড অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারতীয় সেনাবাহিনী দেশের জনগণের সঙ্গে বিশেষভাবে সংযোগ স্থাপনের উদ্দেশেই এমন সিদ্ধান্ত।
এদিনের সেনা দিবসের এই কুচকাওয়াজে ৫টি রেজিমেন্ট ও সামরিক ব্যান্ডের একটি দল প্যারেড করে। এর মধ্যে ছিল মাদ্রাজ রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট, প্যারা এসএফ, বোম্বে ইঞ্জিনিয়ার গ্রুপ, মাহার রেজিমেন্ট, এমইজি, আর্মি সার্ভিস কর্পসের একটি অশ্বারোহী দল এবং একটি সামরিক ব্যান্ড। পাশাপাশি এই পদযাত্রায় ৫টি রেজিমেন্টাল ব্রাস ব্যান্ড থাকবে এবং সমগ্র কন্টিনজেন্টে ৩ জন অফিসার এবং ৫৭ জন অন্যান্য পদে থাকা আধিকারিকরাও ছিলেন। সেনা সূত্রে খবর, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বেঙ্গালুরুতে ভারতীয় সেনা দিবস ২০২৩ অনুষ্ঠানে যোগ দেন। শহীদদের সম্মানে সেখানে পুষ্পস্তবক অর্পণও করেন তিনি। এমনকী উপস্থিত ছিলেন বেঙ্গালুরুতে আর্মি ডে প্যারেডও। এদিন এই সেনা দিবসে পরিবেশ সুরক্ষার থিম উপলক্ষে ৭৫ হাজারটি চারাও রোপণ করা হয়।