মকর সংক্রান্তি উপলক্ষে জঙ্গলমহলে টুসু পরব শুরু হচ্ছে রবিবার থেকে। তারই প্রস্তুতি সম্পন্ন হয়েছে দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়। মূলত আদিবাসী জনজাতি গোষ্ঠীর মানুষজন এই পরবে মেতে ওঠেন। শনিবার রাতে টুসু জাগরণের মধ্য দিয়ে তিনদিনের মকর পরবের সূচনা হয়েছে। এই তিনদিন টুসুকে ঘিরে নানা ধরনের নাচ গানের অনুষ্ঠান করেন জঙ্গলমহলের জনজাতি সম্প্রদায়ের মানুষেরা। গত এক মাস ধরে শিলদা বিনপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বান্দোয়ান রাইপুর বাঁকুড়া শিমলাপাল লালগড় সহ জঙ্গলমহলের হাটবাজারগুলিতে দেদার বিক্রি হয়েছে টুসু প্রতিমা। সংক্রান্তির দিন নতুন জামা কাপড় পরে টুসুকে মাথায় নিয়ে গানের তালে তালে নেচে থাকেন মাহাতো ভূমিজ সাঁওতাল মুন্ডা শবর খেরওয়াল ইত্যাদি সম্প্রদায়ের মানুষেরা। মকর পরবের দিনগুলিতে প্রতিটি বাড়িতে নানা রকমের পিঠেপুলি তৈরি করা হয়।