কটকে মকর সংক্রান্তি মেলায় পদপিষ্ট হয়ে মৃত ২, আহত বহু

কটকে মকর সংক্রান্তির মেলায় ভয়াবহ দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হল দু’জনের, এমনটাই ওড়িশা প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি এও খবর মিলছে, গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন। সূত্রে আরও খবর, ফি -বছরের মতো এবারের কটক শহরের আটগড়া অঞ্চলে বদাম্বা টি ব্রিজের উপর মকর সংক্রান্তির মেলা উপলক্ষে জনস্রোত নামে। কারণ, মহানদীর উপর এই ব্রিজের ওপর দিয়েই সিংহনাথের মন্দিরে পুজো দিতে যান শয়ে শয়ে পুণ্যার্থী। ফলে এ বছরও মকর সংক্রান্তিতে গোপীনাথপুর-বদাম্বা রুটের এই ব্রিজের উপর ছিল সেই উপচে পড়া ভিড়। আর এই জনজোয়ারে পদপিষ্ট হন বহু মানুষ। ওড়িশা প্রশাসন সূত্রে খবর, পুলিশ অবশ্য সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালেই গুরুতর আহত ২ জনের মৃত্যু হয়। বাকিরা কটক শহরের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আথাগড়ের সাব কালেক্টর হেমন্ত কুমার সোয়াইন।

প্রসঙ্গত, ওড়িশার দীর্ঘতম সেতু হল, কটকের বাদামবা-গোপীনাথপুর টি-ব্রিজটি। মহানদীর উপর নির্মিত ৪.২ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি ওই নদীর দ্বীপের উপর অবস্থিত সিঙ্ঘনাথ মন্দিরের সঙ্গে সংযুক্ত। প্রতি বছরই মকর সংক্রান্তির সময় সিঙ্ঘনাথ মন্দির লাগোয়া মেলা বসে এবং লক্ষ-লক্ষ মানুষের ভিড় হয়। এদিনও লক্ষ-লক্ষ মানুষ মকরস্নান করে সিঙ্ঘনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য ওই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন। এদিকে আথাগড়ের সাব কালেক্টর হেমন্ত কুমার সোয়াইন এদিনের এই ঘটনা সম্পর্কে জানান, এদিন যখন পদপিষ্টের ঘটনাটি ঘটে, তখন প্রায় ২ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল টি-ব্রিজে। যতটা জমায়েত হবে মনে করা হয়েছিল, তার থেকে অনেক বেশি ভিড় হয়েছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

 

বিস্তারিত আসছে……………………………………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 13 =