মুখ্যমন্ত্রীর সচিবের নামে ফেক প্রোফাইল খুলে আর্থিক প্রতারণার চেষ্টা, ধৃত যুবক

কলকাতা: আইইএএস আধিকারিকের নামে ফেসবুক প্রোফাইল খুলে টাকা চাওয়ার অভিযোগ। পুলিশের দ্বারস্থ হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রীর সচিব, এক আইএএস আধিকারিক। সেই অভিযোগের ভিত্তিতে বিলাল নামে ২১ বছরের এক যুবককে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা বিলাল।

সূত্রের খবর, আইএএস আধিকারিক পিবি সেলিম গত ৯ সেপ্টেম্বর থানায় সাইবার প্রতারণার অভিযোগ জানিয়েছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে  অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত পুলিশের জালে আসে বিলাল নামে যুবক।

আইএএস আধিকারিক লিখিত অভিযোগে জানিয়েছিলেন, তাঁর নাম এবং ছবি দিয়ে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল খোলা হয়েছে। ওই প্রোফাইল থেকে তাঁর বন্ধুদের কাছে টাকা চাওয়া হচ্ছে। ভুয়ো ফেসবুক আইডি থেকে গুগল পে নম্বর দিয়েও টাকা চাওয়া হয়। এই ঘটনা তাঁর নজরে পড়তেই ওই আইএএস আধিকারিক পুলিশের দ্বারস্থ হন। পুলিশ এই ঘটনার তদন্তে সাইবার ক্রাইম পুলিশের আইসি শিশিরকুমার নস্করের নেতৃত্বে একটি দল গঠন করে। ওই দল উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা বিলালকে গ্রেপ্তার করে। যে ফোন থেকে ফেসবুক আইডিটি চালানো হত, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

কেরালার বাসিন্দা হলেও পিবি সেলিম বাংলা পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস আধিকারিক। বর্তমানে তিনি রাজ্যের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সচিব এবং ওএসডি পদে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =