ইকো টুরিজিম পার্কের উদ্বোধনে খুশি গোঘাটবাসী

মনোরম গ্রাম্য পরিবেশে কর্মসংস্থান ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ইকো টুরিজিম পার্ক তৈরি করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই মতো হুগলি জেলার গোঘাটের একেবারেই প্রত্যন্ত একটি গ্রামে ইকো টুরিজিম পার্ক তৈরি হয়েছে গোঘাট দুই নম্বর ব্লকের কামারপুকুর পঞ্চায়েতের সাতবেড়িয়া এলাকায়। জানা গিয়েছে, গোঘাটের কামারপুকুর থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত সাতবেড়িয়া গ্রামে এই পার্ক তৈরি হয়। সুন্দর প্রাকৃতিক গ্রাম পরিবেশে কয়েক ঘণ্টা কাটিয়ে দেওয়ার পক্ষে এই ইকো টুরিজিম পার্ক অন্যবদ্য। অবশেষে শনিবার এই পার্কের উদ্বোধনে উপস্থিত থাকবেন কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ ও সাংসদ অপরূপা পোদ্দার-সহ বিশিষ্টজনেরা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলেও ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেরেগ্রাম সংলগ্ন সাতবেড়িয়া গ্রামে খড়ের তৈরি কুঠির যেমন তৈরি করা হয়েছে তেমনি হাঁস ও মাছ চাষের জন্য আধুনিক পদ্ধতিতে পুকুর খনন করা হয়েছে। খড়ের তৈরি কটেজগুলিতে আগত পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করা হয় বলে জানা যায়। এই ইকো টুরিজিম পার্কে যারা কাজ করবে তাদের বেতন ও পঞ্চায়েতের আয় বাড়ানোর জন্য মূল্যবান গাছ লাগানোর পাশাপাশি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে মাছ ও হাঁস চাষ করা হয় বলে জানা যায়। কামারপুকুরে আসা পর্যটকরা যাতে এই ইকো টুরিজিম পার্কে এসে থাকতে ও মনোরম পরিবেশে সময় কাটাতে পারে তার ব্যবস্থা করছে স্থানীয় প্রশাসন। স্থানীয় এক যুবক জানান, এই ইকো পার্ক তৈরি হওয়ায় গ্রামের বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। সবমিলিয়ে মাটির গন্ধে গ্রাম্য পরিবেশে এই ইকো টুরিজিম পার্ক তৈরি হওয়ায় খুশি এলাকার মানুষ। এমনকী, পার্ক উদ্বোধন হওয়ায় আনন্দিত তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 17 =