আসানসোল: স্টোনম্যানের কায়দায় এবার রাতে ফুটপাতবাসীদের খুনের ঘটনা প্রকাশ্যে এল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিল্পাঞ্চল জুড়ে। বুধবার গভীর রাতে শুয়ে থাকা পথচারীর মৃত্যুর ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় ওই ফুটপাথবাসীকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ প্রশাসন। সূত্রের খবর, আসানসোলের ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ভগৎ সিং মূর্তির সামনে বেশ কয়েকদিন ধরে আশ্রয় নিয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রাস্তার ধারে নিশিযাপনের সময় ব্যক্তিকে ভারী বস্তু দিয়ে আঘাত করে যার জেরে মৃত্যু হয় ওই পথবাসীর। বৃহস্পতিবার ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আবার ভগৎ সিং মোড়ে লক্ষ্য করা গেলে পথচারীরা খবর দেন আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ভগৎ সিং মোড় সংলগ্ন পুলিশি তদন্তকারী সংস্থাকে। তারা ঘটনাস্থলে এসে রীতিমতো হিমশিম খেয়ে যান ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাগে আনতে।
অনেক প্রচেষ্টার পর আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত তদন্তকারী সংস্থা তথা আসানসোল দক্ষিণ থানার পুলিশ ফাঁড়ির পুলিশ মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনা প্রসঙ্গে অগ্নিমিত্রা পল বলেন, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বলার কিছু নেই কিন্তু যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি অন্য মানুষের জীবনহানি করছে সেই মানসিক ভারসামহীন ব্যক্তিকে জনবহুল রাস্তায় ছেড়ে রাখাটা প্রশাসনিক দুর্বলতা।