ব্রিটেনের রাজাকে ফোন প্রধানমন্ত্রী মোদির

মঙ্গলবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই রাষ্ট্রনেতার মধ্যে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ, বিকল্প শক্তি ক্ষেত্রে অর্থ জোগানের অভিনব পন্থা ইত্যাদি। চার্লস ব্রিটেনের রাজা হওয়ার পর এই প্রথম তাঁর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদি। ব্রিটেনের রাজাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর শাসন আমল যাতে সাফল্যমণ্ডিত হয়, সেই কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে দুই রাষ্ট্রনেতা, কমনওয়েলথ অব নেশনসের ভবিষ্যৎ এবং কীভাবে এই গোষ্ঠীর কার্যকারিতা আরও জোরদার করা যায় সেই বিষয়ে মত বিনিময় করেছেন। দুই নেতাই জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি জীবন্ত সেতু বন্ধনের কাজ করছে ব্রিটেনের ভারতীয় সম্প্রদায়। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে সমৃদ্ধ করার ক্ষেত্রেও তাদের ভূমিকার প্রশংসা করেছেন রাজা চার্লস এবং প্রধানমন্ত্রী মোদি।
পরে প্রধানমন্ত্রী মোদি টুইট করে বলেছেন, ‘পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং কমনওয়েলথ-সহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে মহামান্য রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। এছাড়াও ভারতের জি২০ সভাপতিত্বের অগ্রাধিকার এবং মিশন লাইফ-এর সম্ভাবন নিয়েও আলোচনা হয়েছে।’
রাজা তৃতীয় চার্লসকে তিনি জি২০ সভাপতিত্বের জন্য ভারতের অগ্রাধিকার সম্পর্কেও অবহিত করেছেন। মিশন লাইফ-এর প্রাসঙ্গিকতাও ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী মোদি। এই উদ্যোগের মাধ্যমে ভারত পরিবেশগতভাবে স্থিতিশীল জীবনধারার প্রচার করতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =