সিয়াচেনে ইতিহাস ক্যাপ্টেন শিবা চৌহানের

সিয়াচেন হিমবাহের (Siachen Glacier) সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে নিযুক্ত হলেন ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের (Fire and Fury Corps) ক্যাপ্টেন শিবা চৌহান। দুর্গম হিমবাহ অঞ্চলে কুমার পোস্টে কর্মরত প্রথম মহিলা সেনাকর্তা হলেন ক্যাপ্টেন শিবা। গোটা দেশ কুর্নিশ জানাচ্ছে বীর ভারতীয় কন্যাকে।

উল্লেখ্য, ক্যাপ্টেন শিবা চৌহানের সিয়াচেনে দায়িত্ব নেওয়ার কথা টুইট করে জানানো হয়েছে ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের টুইটার অ্যাকাউন্টে। সেখানে লেখা হয়েছে, ‘শিবা চৌহান বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে কুমার পোস্টে কর্মরত প্রথম মহিলা অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন।’ টুইটে দু’টি ছবিও পাস্ট করা হয়েছে।  একটি ছবিতে একা শিবাকে দেখা গিয়েছে। সেখানে দেখা যায় একটি বোর্ড। তাতে লেখা, ‘ওয়েলকাম টু কুমার পোস্ট’। সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে জায়গাটির উচ্চতা ১৫৬৩২ ফুট, তাও লেখা হয়েছে। ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের শেয়ার করা দ্বিতীয় ছবিতে, ক্যাপ্টেন শিব সহ ১০ জন সেনা জওয়ানকে দেখা গিয়েছে। পিছনে তেরঙ্গা পতাকা। ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 13 =