ওডিশার নিখোঁজ নাবালিকাকে ফেরাল ঝাড়গ্রাম পুলিশ

ঝাড়গ্রাম: পথ ভুলে ঝাড়গ্রামে চলে আসা ওডিশার এক নাবালিকাকে পরিবারের হাতে ফেরাল ঝাড়গ্রাম থানার পুলিশ। গত ২৮ ডিসেম্বর ওই নাবালিকা মেয়েকে ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির সংলগ্নে এলাকায় উদ্দেশ্যেহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসীরা ঝাড়গ্রাম থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করেও সঠিক ঠিকানা মেলেনি। সে দিন রাতে ঝাড়গ্রাম হাসপাতালের ওয়ান টক সেন্টারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে মহিলা থানার পুলিশ। পরের দিন ২৯ ডিসেম্বর তাকে কোর্টে তোলা হলে ঝাড়গ্রাম থানার পুলিশ যেটুকু তথ্য পেয়েছিল তা ভুয়ো প্রমাণ হয়। বিচারপতি মেয়েটিকে হোমে পাঠানোর নির্দেশ দিলে পুলিশ মেয়েটিকে খড়গপুর হোমে রেখে আসে। মেয়েটিকে সোমবার ফের আদালতে তোলার জন্য নিয়ে আসার সময় মেয়েটি তার বাড়ির সঠিক ঠিকানা জানায়। এরপরই পুলিশ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার মা ও পরিবারের সদস্যরা তাদের সঠিক পরিচয়পত্র নিয়ে থানায় হাজির হন। তারা জানান, ওডিশার পুরীতে মাসি বাড়ি যাওয়ার নাম করে মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে ছিল। সম্ভবত তারপরেই হারিয়ে যায়। পুনরায় আদালতে তোলা হলে বিচারপতি মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। ঝাড়গ্রাম থানার পুলিশ বেলা ৩ টের সময় পরিবারের হাতে মেয়েটিকে তুলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =