রেকর্ড ভিড় বাঁকুড়ার মুকুটমণিপুরে

খাতড়া: বাঁকুড়ার মুকুটমণিপুরে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর শনিবার ভিড় ছিল না আশানুরূপ। কিন্তু বছরের প্রথমদিন ১ জানুয়ারি রবিবার ছাড়িয়ে গেল বছরের শেষ দিনের ভিড়। ফলে এদিনের ভিড় দেখে খুশি মুকুটমণিপুরের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। তাঁদের কথায়, এইভাবে চলতে থাকলে আগামীদিন ভালোই যাবে বলে আশা প্রকাশ করেন তারা। মুকুটমণিপুরে এদিন ভিড় সামালদিতে রীতিমতো হিমসিম খেতে হয় স্থানীয় খাতড়া, রানিবাঁধ ও হিড়বাঁধ থানার পুলিশ কর্মীদের। নাম প্রকাশে অনিচ্ছুক পর্যটন কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা মুুকুটমণিপুরের এক পুলিশ অফিসার বলেন, ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বরের তুলনায় এদিন পর্যটক সংখ্যা ছিল অনেক বেশি। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক পর্যটকদের ঢল নেমেছিল বলে দাবি বাসিন্দাদের একাংশের। একই কথা বলেন, খাতড়া মুকুটমণিপুর টোল গেটের দায়িত্ব প্রাপ্ত কর্মীরা। পুলিশ সূত্রের খবর, বছরের প্রথম দিন পর্যটক সংখ্যা বেশি থাকলেও কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর নেই। মুকুটমণিপুর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি বিপুল সাহু, সদস্য পতিতিপাবন সাহুরা জানান, এদিন বেচাকেনা ভালো হয়েছে। মুকুটমণিপুর হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ সাহু সদস্য তাপসকুমার মণ্ডল, সঞ্জিবকুমার দত্ত, উত্তম কুম্ভকার’রা জানান, মুকুটমণিপুরে ১৮ -২০ টির মতো লজ হোটেল আছে। সব কটিতেই ফুল বুকিং আছে। অনেকে জায়গা না পেয়ে খাতড়া বা বাঁকুড়ায় গিয়ে থাকতে বাধ্য হয়েছেন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে বেড়াতে এসেছিলেন দীপক মাইতি, সুনীল মাইতিরা তাঁরা বলেন, এই প্রথমবার মুকুটমণিপুর এলাম। পরিবেশ বেশ ভালো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + twelve =