বর্ষবরণে অভিনব কায়দায় জনসংযোগ কর্মসূচি বামেদের

অভিনব কায়দায় জনসংযোগ কর্মসূচি মানতেই হবে। ৩১ ডিসেম্বরের সকাল থেকেই বর্ষবরণের  আনন্দে মেতেছে কলকাতা। আর এরই মাঝে জনসংযোগ বাড়াতে সুজন চক্রবর্তী বা কলতান দাশগুপ্তের মতো বাম নেতারা নামলেন পথে। এক্কেবারে পৌঁছে গেলেন চিড়িয়াখানা, ভিক্টোরিয়ার মতো যেখানে ঢল নেমেছে মানুষের। জনসংযোগের পাশাপাশি চলল তহবিল সংগ্রহের কাজও। সিপিআইএম কলকাতা জেলা কমিটির তরফে অভিনব এই জনসংযোগ কর্মসূচিতে দেখা যায় বাম নেতারা কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। জানছেন তাঁদের হাল হকিকৎ। শুধু পর্যটকই নন, বাম নেতাদের কথা বলতে দেখা যায় ঝালমুড়িওয়ালা, পাপড়িচাটওয়ালা, আইসক্রিম বিক্রেতাদের সঙ্গেও।

এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী জানান, সিপিআইএম-এর এর তরফে গত কয়েকদিন ধরেই জনসংযোগ কর্মসূচি চলছে। বিমানদা সহ পার্টির নেতারা পথে নেমেছেন। গ্রামে গ্রামেও এই জনসংযোগ কর্মসূচি চলছে। মানুষ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যারা চোখ রাঙাচ্ছেন তাঁরা গুরুত্বপূর্ণ নয়। মানুষের কথা আমরা মানুষের কাছে তুলে ধরছি। কবে ভোটবাক্সে তা প্রতিফলিত হবে বা হবে না, সেটা চিন্তা করছি না। আমি মনে করি নিজের মতো করে মানুষ ভোট দিতে পারলে তৃণণূল-বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। আর সেই কারণেই সুষ্ঠু ভাবে ভোট হতে দিতে রাজি নয় ওঁরা।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =