নিউটাউনে অগ্নিকাণ্ড, পুড়ে গেল ১২টি দোকান

কলকাতা: ভোররাতের আগুনে পুড়ে গেল ১২টি অস্থায়ী দোকান। ঘটনাটি ঘটেছে জ্যোতিনগর মৃধা মার্কেটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন।স্থানীয় সূত্র মারফত খবর ভোর চারটে থেকে সোয়া চারটে নাগাদ নিউটাউন মৃধা মার্কেটে খালের ধারে আগুন লাগে।অস্থায়ী দোকানে আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। নিমেষের মধ্যে আগুনের লেলিয়ান শিখা গ্রাস করে একের পর এক ১০ থেকে ১২ টি দোকানে। নিমেষে বাঁশ, প্লাই, দিয়ে তৈরি অস্থায়ী দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। পাশাপাশি খাবারের দোকানগুলিতে গ্যাস সিলিন্ডার মজুত থাকায় আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায়।শুধু তাই নয় বিকট শব্দ করে গ্যাস সিলিন্ডার ফাটতে থাকে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল স্থানীয় মানুষজন আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেনতবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।দ্রুত খবর যায় দমকলে। সেখানে পাঁচটি ইঞ্জিন দীর্ঘ আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।শেষ পাওয়া খবর অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি। তবে হতাহতের কোনও খবর নেই বলে পুলিশ সূত্র মারফত খবর। গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।এক দমকল কর্মী জানান, “আগুন জ্বলার পর যেহেতু খবর পাই সেই কারণে বলা মুশকিল ঠি কী থেকে আগুন লেগেছে। এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমরা চারটে নাগাদ খবর পাই। এলাকাবাসী বলছে ১২টা দোকান পুড়ে গিয়েছে। তার আগে এলাকাবাসী আরও যে সকল দোকান ছিল সেই দোকানগুলির যাতে ক্ষতি না হয় সেই জন্য জল দিতে শুরু করে। এরপরই আগুন নিয়ন্ত্রণে আসে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 10 =