প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগ, প্রয়াত হীরাবেন মোদি

প্রয়াত হীরাবেন মোদি। আমদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুসংবাদ পাওয়ামাত্রই আমদাবাদের উদ্দেশে রওনা দেন মাতৃহারা মোদি। প্রয়াত হীরাবেনের বয়স হয়েছিল ১০০ বছর। তাঁর প্রয়াণের খবর নিজেই টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল এক জন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এ ভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন।’ অপর একটি টুইটে মোদি লিখেছেন, ‘শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন, ‘কাজ করো বুদ্ধি দিয়ে এবং জীবন যাপন করো শুদ্ধ ভাবে।’

গত মঙ্গলবার আচমকা শরীর খারাপ হওয়ায় তাঁকে আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ঠিক কী কারণে অসুস্থ ছিলেন তা হাসপাতালের তরফ থেকে জানানো হয়নি। যে দিন তাঁকে ভর্তি করানো হয়েছিল সে দিনও হাসপাতালে গিয়ে মাকে দেখে আসেন প্রধানমন্ত্রী। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন হীরাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =