শিবঠাকুর মামলায় জামিন অনুব্রতর

শিবঠাকুর মণ্ডলের করা মামলায় মঙ্গলবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল। খুনের চেষ্টার যে অভিযোগে শিবঠাকুর মণ্ডল  মামলা করেছিলেন, এদিন সেই মামলাতে জামিন পেলেন তিনি। দুবরাজপুরে আদালতে ২ হাজার টাকার বন্ডে জামিন পান অনুব্রত। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করে রাজ্য পুলিশ। সরকারি আইনজীবী এদিন আদালতে জানায়, ৭ দিন পুলিশ হেফাজতে ছিলেন অনুব্রত। এর মধ্যে ৬ দিন অনুব্রত কোনও কথা বলেননি। সপ্তম দিনে তিনি কিছু বলেছিলেন। তাই এই মামলার আরও বেশ কিছু তথ্য উঠে আসে। ফলে অনুব্রতকে আরও কিছু সময়ের জন্য হেফাজতের প্রয়োজন এবং ত এখনই জামিন দেওয়া উচিত নয় বলেই জানানো হয় রাজ্য সরকারের তরফ থেকে। তবে সব পক্ষের কথা শুনে এদিন আদালত অনুব্রতকে জামিন দেয়।

এদিকেঅনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ আদালত দেওযার পরই সে দিনই কেষ্টর বিরুদ্ধে পুরনো মামলা করেন শিবঠাকুর মণ্ডল। তাঁর অভিযোগ, ২০১৯ সালে অনুব্রত মণ্ডল গলা টিপে হত্যার চেষ্টা করেছিলেন তাঁকে। সেই মামলাতেই আদালতের নির্দেশে ৭ দিনের পুলিশ হেফাজতে যায় অনুব্রত। ফলে তখনকার মতো দিল্লি যাওয়া আর হয়নি কেষ্টর। সাতদিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষে এদিন ফের আদালতে তোলা হয়। তখনই জামিন পান অনুব্রত মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 4 =