কলকাতা: ফের ব্যস্ত সময়ে ব্যাহত মেট্রো পরিষেবা। ব্রেকে সমস্যার কারণে রবীন্দ্র সদনে আটকে পড়ল দমদমগামী মেট্রো। দীর্ঘক্ষণ ওই স্টেশনে আটকে পড়ে মেট্রো। যার জেরে আপ লাইনে বন্ধ পরিষেবা। ইতিমধ্যেই ত্রুটিযুক্ত ওই মেট্রোটিকে ফাঁকা করে সরিয়ে দেওয়া হয়েছে।
মিনিট ৪৫ পর মেট্রো পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আপ এবং ডাউন লাইনে পর পর দাঁড়িয়ে থাকা মেট্রোগুলির চাকা গড়িয়েছে অবশেষে। তবে মেট্রো চলাচল আপাতত অনিয়মিত।
এদিন দুপুর একটায় কবি সুভাষ থেকে দমদমগামী একটি মেট্রো আচমকা থমকে যায় রবীন্দ্র সদন স্টেশনে। চালক বুঝতে পারেন যান্ত্রিক ত্রুটি (ব্রেক বাইন্ডিং) হয়েছে। এরপর বেশ কিছুক্ষণ চালক চেষ্টা করেন সমস্যা সমাধানের। কিন্তু তাতে লাভ হয়নি। প্রায় ২০ মিনিট মেট্রো রবীন্দ্র সদনে আটকে থাকার পর নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। ফাঁকা মেট্রোটিকে মেরামতের জন্য পাঠানো হয়। তবে এই ঘটনার জেরে আপ লাইনে পুরোপুরি বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। ডাউন লাইনে মেট্রো চললেও তা অত্যন্ত ধীর গতিতে। এদিকে মাঝপথে মেট্রো থেকে নামিয়ে দেওয়ায় প্রবল সমস্যায় যাত্রীরা। তবে মিনিট ৪৫ পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা।