এসএলএসটি বিক্ষোভকারীদের ভরসা মুখ্যমন্ত্রীই

৬৫৩ দিনে পা দিল এখনও চলছে ২০১৬ এসএলএসটি নবম-দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ-ডি, ওয়ার্ক ফিজিক্যাল এডুকেশন বিভাগে শিক্ষক ও শিক্ষাকর্মী পদপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ। তবে বিক্ষোভকারীরা এখনও আস্থা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ওপরেই। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রকাশ্যে আসায় রাজ্য সরকার নবম-দ্বাদশ, গ্রুপ সি-ডি , ওয়ার্ক ফিজিক্যাল এডুকেশন বিভাগের জন্য ১৬৩৭৭ সুপারনিউমেরারী পদ সৃষ্টির পরিকল্পনা করে সমস্যার সমাধানে উদ্যোগী হয়।

এই প্রসঙ্গে যুব ছাত্র অধিকার মঞ্চের স্টেট কো অর্ডিনেটর সুদীপ মণ্ডল জানান, ‘আমরা মুখ্যমন্ত্রীর উপরে সম্পূর্ণ আশা রাখি। কারণ, তিনিই পারেন এই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটিয়ে যোগ্যদের ন্যায্য চাকরি ফেরত দিতে।’ এরই পাশাপাশি মেধাতালিকাভুক্ত প্রার্থী পার্থপ্রতিম মণ্ডলের গলাতেও। তিনিও জানান, ‘অতীতেও সংবিধানকে মান্যতা দিয়ে বহু রাজ্যে সুপারনিউমেরারী পোস্টে নিয়োগ হয়েছে। নিউমেরারী পোস্টের বিরোধিতা করে যারা যোগ্যদের রাস্তায় রেখে রাজনৈতিক ফায়দা লুঠতে চান ; তাদের অসাধু উদ্দেশ্য চরিতার্থ হবেনা।’ আর এই বিক্ষোভস্থল থেকে একটাই দাবি উঠছে, মহামান্য উচ্চ আদালত ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সুপারনিউমেরারী পোস্টে তাঁরা দ্রুত সকল বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগ চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + eight =