ফের রাশিয়ার উপর হামলা চালাল ইউক্রেন। সোমবার জেলেনস্কি বাহিনীর আক্রমণে তিনজন রুশ জওয়ান নিহত হয়েছেন বলে খবর। রয়টার্স সূত্রে খবর, এদিন সারাতোভ প্রদেশে রুশ সেনাঘাঁটিতে হামলা চালায় ইউক্রেনের একটি ড্রোন। পালটা, সেটিকে গুলি করে নামায় রাশিয়ার সেনাবাহিনী। কিন্তু, উড়ন্ত যানটির ধ্বংসাবশেষ আছড়ে পড়ায় প্রাণ হারান তিন জওয়ান। এই খবরের সত্যতা স্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক।
রাজধানী মস্কো থেকে সারাতোভ শহরের দূরত্ব প্রায় ৭৩০ কিলোমিটার। ‘ফ্রন্টলাইন’ বা যুদ্ধের ময়দান থেকে শহরটির দূরত্ব কয়েকশো কিলোমিটার। তারপরও এঙ্গেলস মিলিটারি এয়ারফিল্ডে হামলায় রাশিয়ার অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের কার্যকারিতা প্রশ্নের মুখে পড়ছে। পাশাপাশি, পুতিন বাহিনীর ‘অজেয়’ ছবি ফের ধাক্কা খেয়েছে। এদিকে, সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি ইউক্রেনের সেনাবাহিনী।
এক বিবৃতিতে মন্ত্রক বলেছে, ‘সারাতোভ প্রদেশে এঙ্গেলস মিলিটারি এয়ারফিল্ডে হামলা চালায় ইউক্রেনের একটি ড্রোন। সেটিকে গুলি করে নামানো হয়। তবে যানটির ধ্বংসাবশেষের আঘাতে এয়ারফিল্ডে কর্মরত তিনজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে।’