দক্ষিণ আফ্রিকার বক্সবার্গে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ২০ জনের। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে বিস্ফোরণের জেরে ঝলসে যান আরও অনেকে। সূত্রে খবর, শনিবার সকালে বক্সবার্গে একটি তেলের ট্যাঙ্কারে আচমকা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে তাতে এদিক ওদিক ছিটকে পড়ে এই ২০ জনের দেহ। এমনকী সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলির কাচও ভেঙে পড়ে এই বিস্ফোরণের তীব্রতায়।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর ওই এলাকার একটি হাসপাতালেও আগুন লাগে। সূত্রের খবর, ওই ট্যাঙ্কারে লিকুইড পেট্রোলিয়াম ছিল। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দমকল কর্মীরা ঘটনা সামাল দেন। এই ঘটনায় শনিবার সকালের এই বিস্ফোরণের পর দক্ষিণ আফ্রিকা প্রশাসনের তরফে ভ্যান রেনান অবশ্য জানিয়েছেন ‘কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা স্পষ্ট নয়। দুর্ঘটনা নাকি নেপথ্যে কোনও অন্তর্ঘাত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’ ইসলামাবাদ ও প্যারিসের ঘটনার পর এবার বড়দিনের ঠিক আগে বিস্ফোরণের ঘটনা ঘটল দক্ষিণ আফ্রিকার বক্সবার্গে।