কোভিডের কাঁটা নেই, ৩০ লক্ষ পুণ্যার্থী সমাগমের আশা ফিরহাদের

কলকাতা: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে শনিবার বৈঠক করল কলকাতা পুরনিগম। এই বৈঠকের শেষে  কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, যেহেতু এবার কোভিড নেই, তাই তিনি আশা করছেন, এবার  প্রায় ৩০ লাখ মানুষ গঙ্গাসাগরে আসবেন। পাশাপাশি ফিরহাদ হাকিম এও জানান, এখনও পর্যন্ত যে অ্যাডভাইজরি কেন্দ্র থেকে এসেছে, সেই অনুসারে আমরা ওখানে কোভিড পরীক্ষার ব্যবস্থা রাখছি। মাস্ক ও স্যানিটাইজ়ারের ব্যবস্থাও থাকবে। কিন্তু আর অন্য কোনও বিধি এখনই লাগু করা হচ্ছে না। যদি এর মধ্যে ভারতে আবার কোভিড ধরা পড়ে, তাহলে নিশ্চিতভাবে কেন্দ্রের অ্যাডভাইজরি আসবে, তখন সেই অনুযায়ী আমাদের আবার এখান থেকে গঙ্গাসাগর পর্যন্ত সব বদলে নিতে হবে।” আপতত কোভিড পরীক্ষার জন্য একটিই ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বদল করা হতে পারে। সঙ্গে ফিরহাদের সংযোজন, রাজ্যেও মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতির উপর নজর রাখার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। একইসঙ্গে এদিন ফিরহাদ হাকিম এদিন পুণার্থীদের উদ্দেশে জানান, এবারের গঙ্গাসাগর মেলায় সিঙ্গল টিকিটে’ গঙ্গাসাগর যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে।

এদিনের বৈঠক থেকে ফিরহাদ এও জানান, যে সময়ে এবার গঙ্গাসাগর মেলা হচ্ছে সেই  সময়ে শহরে আরও দুটি বড় অনুষ্ঠান রয়েছে। জি-২০ সংক্রান্ত প্রস্তুতি বৈঠক রয়েছে। পাশাপাশি ভারত-শ্রীলঙ্কা ম্যাচও রয়েছে। এই সময়ে যান-চলাচল নিয়ন্ত্রণ ও শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বাড়তি ব্যবস্থাপনা রাখা হচ্ছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 4 =