করোনা আতঙ্কে দিল্লিবাসীকে অযথা ভয় না-পাওয়ার আশ্বাস কেজরিওয়ালের

ফের ফিরে এসেছে করোনা আতঙ্ক। দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনার জন্য দফায় দফায় বৈঠকে বসেছে কেন্দ্র। এদিকে এই আবহেই দেশে হদিশ মিলেছে ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট বিএফ.৭ -র (BF.7)। চিনে এই কোভিড সংক্রমণের বিস্ফোরণের জন্য দায়ী মূলক এই সাব ভ্যারিয়েন্টই। তবে এই পরিস্থিতিতে নিজের রাজ্যের জনগণকে আশ্বস্ত করলেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

তিনি এদিন বলেছেন, দিল্লিতে কেউ নয়া কোভিড ভ্যারিয়েন্ট বিএফ.৭ এ আক্রান্ত হননি। তাই তিনি সকলকে আতঙ্কিত হতে বারণ করেন। তিনি এ দিন বলেছেন, ‘বিএফ.৭ এর কোনও একটি কেসও দিল্লিতে পাওয়া যায়নি। আমরা শুধুমাত্র মানুষেরই নয়, আমরা শহরের ৭ টি ভিন্ন ভিন্ন এলাকা থেকে সংগৃহীত আবর্জনার নমুনার নিয়মিতভাবে পরীক্ষা করাচ্ছি।’ তিনি আরও জানিয়েছেন, নুমনা পরীক্ষায় যেগুলি পজ়িটিভ আসছে তার জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে। তিনি আশ্বস্ত করেছেন যে, যদি প্রয়োজন পড়ে একদিনে ১ লক্ষ কোভিড পরীক্ষা করানোর ক্ষমতা রয়েছে। তবে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে বলে জনগণকে উদাসীন না থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সকল দিল্লিবাসীকে কোভিডের বুস্টার ডোজ নেওয়ার কথা বলেছেন তিনি।

তিনি বলেছেন, ‘কোভিডের জন্য ইতিমধ্যেই ৮ হাজার শয্যা আলাদা করা হয়েছে। গত সংক্রমণের সময় এই শয্যা সংখ্য়া ২৫ হাজার পর্যন্ত বাড়ানো হয়েছিল। এখন আমরা তা ৩৬ হাজার পর্যন্ত বাড়াতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + thirteen =