পিঠে-পুলি ও নানা ধরনের খাবার নিয়ে মঙ্গলবাড়িতে আয়োজিত হচ্ছে কার্নিভাল উৎসবের

পৌষ মাসের কনকনে ঠান্ডায় পিঠে-পুলি, শক্তিগড়ের ল্যাংচা আর মুখরোচক পকোড়ার স্বাদ চেখে দেখেই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ। আগামী ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ি চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত হবে কার্নিভাল উৎসব। সেখানেই বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীদের হাতে তৈরি পিঠে-পুলির স্বাদ উপভোগ করতে পারবেন উপস্থিত দর্শকেরা। এছাড়াও শক্তিগড়ের ল্যাংচা, মেচেদার চপ সহ বিভিন্ন ধরনের মুখরোচক খাওয়ার স্টল রাখার উদ্যোগ নিয়েছে পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ। রীতিমতো অনুষ্ঠান দেখতে দেখতেই উপস্থিত দর্শকেরা এসব সুস্বাদু খাওয়ার একবারের জন্য অন্তত চেখে দেখার সুযোগ পাবেন। এছাড়াও বহিরাগত শিল্পী সোমলতা এবং প্রাঞ্জলের উপস্থিতিতে চমকদার হয়ে উঠতে চলেছে পুরাতন মালদা পুরসভার কার্নিভাল উৎসব। শহর জুড়ে থাকছে রকমারি আলোর ঝলকানি। তিনদিন ধরে এই উৎসবে বহু মানুষের সমাগম হবে বলে মনে করছে পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট পুরসভা। উল্লেখ্য, গতবছর পুরাতন মালদা পুরসভার পক্ষ থেকে কার্নিভাল অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে পুরসভা থেকে ছোটদের চকলেট, আর বড়দের পকোড়া খাওয়ানোর আয়োজন করা হয়েছিল। সেখানেই ভিড় উপচে পড়েছিল। এবারে সেই খাবারের আয়োজনে আরো একধাপ এগিয়ে পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ। পৌষ মাসের কনকনে ঠান্ডায় পিঠে, পার্টিজোড়ার স্বাদ উপভোগ করার ক্ষেত্রেই স্বনির্ভর গোষ্ঠীদের দিয়ে স্টল করার উদ্যোগ নিয়েছে পুরসভা কর্তৃপক্ষ।
পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানিয়েছেন, আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু করে নতুন বছরের ১ জানুয়ারি পর্যন্ত মঙ্গলবাড়ি চৌরঙ্গী মোড় এলাকায় চলবে কার্নিভাল উৎসব। পুরনো বছরকে বিদায় জানানোর পাশাপাশি নতুন বছরকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমেই আমরা স্বাগত জানাব। বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছোটদের বিনোদন ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও শহরজুড়েই থাকবে নানান ধরনের আলোকসজ্জা। তবে সাধারণ মানুষ যাতে এই অনুষ্ঠান দেখার পাশাপাশি মুখরোচক খাবার চেখে দেখতে পারেন, তার জন্যই পিঠেপুলি সহ বিভিন্ন ধরনের স্টল এবারে থাকছে। এছাড়াও তৈরি করা হয়েছে সেলফি জোন। বহিরাগত শিল্পীদের নিয়েই তিনদিন ধরে পুরাতন মালদা শহরের মঙ্গলবাড়িতেই চলবে এই কার্নিভাল উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =