হিজাব বিরোধী আন্দোলনে সরব হয়ে গ্রেপ্তার ইরানের অস্কারজয়ী অভিনেত্রী

হিজাব বিরোধী আন্দোলনে সরব হয়ে সরকারের বিরুদ্ধে মুখ খোলায় শাস্তি পেতে হল ইরানের অস্কারজয়ী অভিনেত্রীকে। গত ৮ ডিসেম্বর সোশ্য়াল মিডিয়ায় ইরানের হিজাববিরোধী আন্দোলনের (Anti Hijab Protest) সমর্থনের পোস্টের জেরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর।

২০১৬ সালের অস্কারজয়ী সিনেমা ‘দ্য় সেলসম্যান’-এ অভিনয়ের জন্য় প্রশংসিত হয়েছিল তারনেহ। এবার তাঁর বিরুদ্ধে সোশ্য়াল মিডিয়ায় ভুয়ো ও বিকৃত তথ্য প্রকাশ করে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। ইরানের বিনোদন জগতে পরিচিত মুখ আলিদোস্তি। মাত্র ১৬ বছর বয়স থেকেই রূপালি পর্দায় কাজ করছেন তিনি। তারনেহ সাম্প্রতিক ছবি ‘লেইলাস ব্রাদার’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিতও হয়েছে। আপাতত ইরান সরকারের হাতে বন্দি তিনি।

সরকার বিরোধী আন্দোলনকে সমর্থন করায় ইরানে সদ্য গ্রেপ্তার হয়েছেন এক ফুটবলার। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবার সরকারের হাতে বন্দি অভিনেত্রীও। ইরানের তানসিম সংবাদ সংস্থা সূত্রে খবর, ৩৮ বছর বয়সি অভিনেত্রী তারনেহ আলিদোস্তিকে আটক করা হয়েছে।

গত তিন মাস ধরে হিজাববিরোধী উত্তাল ইরান। আন্দোলনকে সমর্থন করায় গত ৮ ডিসেম্বর মহসিন শেকারিকে হত্যা করে সে দেশের শাসকরা। সেই একইদিনে সোশ্যাল মিডিয়ায় সরকারকে সমালোচনায় বিদ্ধ করেছিলেন তারনেহ। উল্লেখ্য, বছর বাইশের মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে এখনও উত্তাল ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 14 =