চিন-মন্তব্যে রাহুল গান্ধিকে কংগ্রেস থেকে বহিষ্কারের দাবি বিজেপির

চিনা আগ্রাসন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছিলেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। তারপর থেকেই তাঁকে লাগাতার আক্রমণ করতে শুরু করেছে গেরুয়া শিবির। এর আগে রাজ্যবর্ধন রাঠোর রাহুলকে তোপ দেগেছিলেন। এবার রাহুলকে কাঠগড়ায় তুললেন বিজেপির (BJP) মুখপাত্র গৌরব ভাটিয়া। তাঁর দাবি, রাহুলকে দল থেকে বহিষ্কার করুক কংগ্রেস।

শুক্রবারই রাজস্থানের জয়পুরে একটি সাংবাদিক সম্মেলনে রাহুল দাবি করেন, চিন ‘যুদ্ধের জন্য’ প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এর পরেও ভারত সরকার ‘ঘুমিয়ে রয়েছে’ বলে অভিযোগ করেন তিনি। রাহুলের এই মন্তব্যেরই সমালোচনায় সরব হয় বিজেপি। বিজেপির তরফে দাবি করা হয়, রাহুলের এই মন্তব্যে দেশের ভাবমূর্তি ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছে এবং সেনার মনোবল ‘ভেঙে’ গিয়েছে। রাহুলের বিরুদ্ধে বিজেপির এই অভিযোগের প্রেক্ষিতেই শনিবার বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, ‘যদি মল্লিকার্জুন খাড়গে গান্ধি পরিবার নিয়ন্ত্রিত সভাপতি না হয়ে থাকেন, তবে ওই মন্তব্যের জন্য রাহুলকে দল থেকে বহিষ্কার করা উচিত।’

রাহুলকে কটাক্ষ করে রাজ্যবর্ধন রাঠোর নেহরুর প্রসঙ্গ টেনে বলেন, ‘এটা রাহুলের প্রপিতামহ নেহরুর ভারত নয়, যিনি ৩৭ হাজার ২৪২ কিলোমিটার হারিয়েছিলেন ইন্দো-চিন যুদ্ধে।’ রাজ্যবর্ধন রাঠোর অভিযোগ করেন, জাতীয় রাজনীতিতে নিজেকে নতুন করে তুলে ধরতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন রাহুল। জাতীয় নিরাপত্তার তোয়াক্কা করছেন না।

বিজেপি অবশ্য রাহুলের চিন-মন্তব্যের সমালোচনা করে বলছে, ‘এর পরেও তাঁর দল রাহুলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করলে বুঝতে হবে, কংগ্রেসও একই রকম চিন্তাধারায় বিশ্বাস করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =