টেট শেষ হয়েছে নির্বিঘ্নেই। এবার সেট অর্থাৎ স্টেট এলিজিবিটি টেস্ট পরীক্ষাতেও কোনও ফাঁক রাখতে রাজি নয় রাজ্য। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সহ অধ্যাপক পদে নিয়োগের জন্য ও রিসার্চ ফেলোশিপের জন্য এই সেট পরীক্ষা নেওয়া হয়। আগামী বছরের ৮ জানুয়ারী হবে সেই সেট পরীক্ষা। মূলত দুটি পেপার থাকে এই পরীক্ষায়। ৫০ টি ছোট প্রশ্ন থাকে প্রথম পেপারে আর দ্বিতীয় পেপারে থাকে ১০০ টি প্রশ্ন। প্রতি প্রশ্ন পিছু থাকে ২ নম্বর করে। প্রথম পেপারের জন্য ১ ঘণ্টা ও দ্বিতীয় পেপারের জন্য ২ ঘণ্টা সময় দেওয়া হয়।
আর এই পরীক্ষা সুষ্ঠভাবে করতে সেট পরীক্ষার সেন্টার ইনচার্জদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কমিশন। জেলায় জেলায় তৈরি হচ্ছে কো অর্ডিনেশন কমিটি। সেই কমিটিতে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ও উপাচার্যরা। সেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। সূত্রে খবর, টেটের মতোই এবার সেট পরীক্ষাতেও রাখা হচ্ছে মেটাল ডিটেক্টর, বায়োমেট্রিক। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়ে যায়, তার জন্য সবরকম সতর্কতা নেওয়া হয়েছিল। সেট পরীক্ষাতেও সেই ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ইতিমধ্যেই কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। তাতে কোনও ভুল থাকলে কমিশনের অফিসে গিয়ে তা ঠিক করানোর কথা বলা হয়েছে।