শনিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন ইস্টার্ন সিকিউরিটি জোনাল কাউন্সিলের বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি বৈঠকে সম্ভাবনা রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। আর সেই কারণে এই বৈঠকের প্রস্তুতিও নিয়ে রেখেছে নবান্ন। এদিকে নবান্ন সূত্রে এমন খবরও মিলছে যে, রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলি নিয়ে রাজ্যের কী অবস্থান তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে বেশ কিছু দাবি পত্র তুলে দিতে পারেন। যদিও ইস্টার্ন সিকিউরিটি জোনাল কাউন্সিলের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে বলার জায়গা থাকছে। তবুও বৈঠকের পরে কিছু সময় পৃথকভাবে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
এদিকে আর্ন্তজাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি অধিগ্রহণের কাজ রাজ্যকে মার্চের মধ্যেই শেষ করতে বলেছে কেন্দ্র। এই প্রসঙ্গে গত সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা ভার্চুয়াল বৈঠক করে রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদিকে এই আর্জি জানান। ভারত-বাংলাদেশ সীমান্ত ২৫৭ কিলোমিটার জুড়ে আর্ন্তজাতিক সীমান্তে ১৮৬ কিলোমিটার কাঁটা তারের বেড়া দেওয়ার জমি মিললেও ৭০ কিলোমিটারের কাজে এগোচ্ছে না জমি না পাওয়ায়। ফলে রাজ্যকে এই জমি অধিগ্রহণ করে দিতে হবে।