ফের আরও এক কংগ্রেস হেভিওয়েটের যোগদান তৃণমূল শিবিরে। বুধবার দিল্লিতে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় এবং ডেরেক ও’ব্রায়ানের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ মজিদ মেমন। মজিদ মেমন আইনজীবী মহলে অত্যন্ত পরিচিত এক দুঁদে ক্রিমিন্যাল অর্থাৎ ফৌজদারি আইনজীবী হিসেবেই। পাশাপাশি তিনি ২০১৪ থেকে ২০২০পর্যন্ত মহারাষ্ট্র থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে ছিলেন কংগ্রেস শিবির থেকে। একইসঙ্গে পার্লামেন্টারি কমিটির পার্সোনাল এবং পাবলিক গ্রিভ্যান্স সেলের সদস্য হিসেবও ছিলেন তিনি। কংগ্রেসের এই নেতার যোগদানে নিঃসন্দেহে শক্তিবৃদ্ধি হল তৃণমূলের।
এখানে আরও একটা কথা বলতেই হয়, ২০১৮ ফেব্রুয়ারিতে পলাতক ধনকুবের নীরব মোদির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন প্রাক্তন এই এনসিপি সাংসদ মজিদ মেমন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী যখন পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করেন, তার মাত্র এক ঘণ্টা আগে পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৯০ কোটি টাকা জমা দেন নীরব। এই প্রসঙ্গে তৎকালীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির এই সাংসদ জানিয়েছিলেন, ‘আমার কাছে খবর আছে দেশ ছাড়ার আগেও প্রধানমন্ত্রীর দপ্তরে খবর পৌঁছেছিল যে নীরব পালাচ্ছেন। ঠিক যেভাবে, মোদি নোট বাতিল ঘোষণা করার এক ঘন্টা আগে পিএনবির একটি শাখায় ৯০ কোটি টাকা জমা রাখেন।সম্ভবত পরে ডলারে ওই টাকাকে বদলে নিয়েছিলেন।’ এই ঘটনার বিস্তারিত তদন্তও দাবি করেন তিনি।প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে নীরব মোদির ঘনিষ্ঠদের কোনও যোগাযোগ রয়েছে কি না, সেই বিষয়েও কোনও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে যথাযথ তদন্তের দাবি তুলে ট্যুইটারেও সরব হতে দেখা গিয়েছিল এই মজিদ মেমনকে।