ফের একবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি।সূত্রে খবর, এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগামী বছর। সূত্রে খবর, ২০২৩ সালের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে পরবর্তী শুনানি। এদিকে বুধবার বিচারপতিদের ‘বেঞ্চ কম্পোজিশন’ নিয়ে অভিযোগ জানান আইনজীবীদের কোনও একটি পক্ষ।আর এতেই অসন্তুষ্ট হয় সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, ‘যিনিই অভিযোগ জানান, আমরা দুঃখ প্রকাশ করছি।’ রাজ্যের এসএলপি প্রসঙ্গে সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেই দিকে এদিন তাকিয়ে ছিলেন রাজ্য সরকারি কর্মীরা।তবে ফের একবার এই মামলার শুনানি পিছিয়ে গেল।এদিকে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন হৃষিকেশ রায় এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে নতুন বেঞ্চে। দীপঙ্কর দত্ত বুধবার স্পষ্ট জানিয়ে দেন, ‘এই মামলা শুনব না।’ ডিএ মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য।বুধবার এই মামলার নিষ্পত্তি হবে, আশাবাদী ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। তবে সে আশা পূর্ণ হল না তাঁদের।