মেঘালয়ে সরকার পরিবর্তনের ডাক মমতার

ফেব্রুয়ারি মাসে মেঘালয় বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে  মেঘালয় রাজনীতিতে পরিবর্তনের ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করার অনুরোধ জানান মেঘালয়বাসীকে। এই প্রসঙ্গে তিনি মেঘালয়বাসীর উদ্দেশে এও বলেন, ‘গুয়াহাটি থেকে মেঘালয় শাসন করা যাবে না।’ সঙ্গে এ প্রশ্নও তোলেন, ‘কেন উত্তর পূর্বকে এত অবহেলা করা হচ্ছে তা নিয়েও। ’ এদিনের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো এ বার্তাও দেন, ‘মেঘালয়ের মানুষই মেঘালয় চালাবে।আমাদের নির্বাচিত করলে কলকাতা থেকে মেঘালয় শাসন করা হবে না। এখানকার ভূমিপুত্রই মেঘালয় শাসন করবে।’ এরই রেশ ধরে মমতা আরও জানান, ‘আমাদের ভোট দিলে আপনারা যোগ্য নেতৃত্ব পাবেন। আমাদের দলে বর্তমানে মুকুল সাংমা যোগ দিয়েছেন। তিনি এখানকার ভূমিপুত্র। বলা যায় না, যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে তিনিও ফের একবার মুখ্যমন্ত্রী হতে পারেন।তিনি আগেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। ফলে রাজ্যের সমস্ত বিষয়গুলি তাঁর নখদর্পনে।’ সঙ্গে এও জানান, ‘তৃণমূল সারা দেশের। তৃণমূল কোনও একটি রাজ্যের নয়।’ পাশাপশি জোর দেন মেঘালয়ের উন্নয়নেও । বলেন, ‘উন্নয়নের লক্ষ্যে ভোট দিতে হলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন।’ তৃণমূল সুপ্রিমো এদিন এও জানান, ‘আমি চাই মেঘালয়ের মানুষের মুখে সর্বদা হাসি ফুটে থাকুক। আমি আশ্বাস দিচ্ছি এই হাসি সর্বদা থাকবে।পশ্চিমবঙ্গে যেভাবে উন্নয়ন হয়েছে, আমি চাই মেঘালয়েও সেভাবে উন্নতি হোক।শ্রমিক, ছাত্রছাত্রীদের উন্নয়নের লক্ষ্যে মেঘালয়ে তৃণমূল কাজ করবে। আমি মনে করি তৃণমূল জিতলে এখানে সীমান্ত সমস্যা সমাধান হবে। কারণ তৃণমূল মানেই ভবিষ্যৎ।তৃণমূল মানেই উন্নয়ন। এদিনের মঞ্চ থেকে মেঘালয়বাসীর উদ্দেশে তাঁর আরও বার্তা, ‘তৃণমূলকে ভোট দিন।মুখ্যমন্ত্রীর পরিবর্তন করুন।’ বর্তমান মেঘালয় সরকার সম্পর্কে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, ‘এই সরকার একটা ওয়ার্থলেস, ফেসলেস, বেসলেস সরকার। এর পরিবর্তন প্রয়োজন।’ এই প্রসঙ্গেই তৃণমূল সুপ্রিমো মমতা জানান, ‘মেঘালয়ের জয় হোক।’

 

 

বিস্তারিত আসছে………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 4 =