ত্রিপুরা প্রদেশ তৃণমূলের নয়া সভাপতি হলেন পীযূষ কান্তি বিশ্বাস। এর আগে বুধবার দিল্লিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এদিন তৃণমূলের এই সিদ্ধান্তের পর এটা স্পষ্ট যে, সুবল ভৌমিকের পর ফের কোনও এক ভূমিপুত্রকেই সাংগঠনিক পদে বসাল তৃণমূল। প্রসঙ্গত, প্রাক্তন এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি একজন পরিচিত আইনজীবী। দীর্ঘদিনের নেতা হিসাবেও পরিচিত তিনি।
গত বছর অক্টোবর মাসে কংগ্রেস ছেড়ে পীযূষবাবু তৈরি করেন ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট৷ ফলে দীর্ঘ দিনের এই রাজনীতিবিদকে সভাপতি হিসাবে দায়িত্ব দিয়ে ত্রিপুরার মাটিতে বড় রাজনৈতিক লড়াইয়ে নামতে পারে তৃণমূল কংগ্রেস। কারণ, পীযূষের পরিচিতি সর্বস্তরে৷ তৃণমূলের এই মুহূর্তে ত্রিপুরায় যে সব নেতা রয়েছেন তাঁরা প্রত্যেকেই পীযূষ বিশ্বাসের পরিচিত। ফলে দলের সমস্ত স্তরের মধ্যে সমন্বয় রক্ষা করে এগোনোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেও পারেন তিনি। অন্যদিকে পীযূষবাবু ত্রিপুরার রাজ পরিবারেরও ঘনিষ্ঠ।আগামী বছর বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন প্রদ্যোত কিশোর মাণিক্যের তিপ্রামোথা৷ তাঁদের সঙ্গেও আগামী দিনে সুসম্পর্ক বজায় রাখতে চায় জোড়া ফুল শিবির। এদিকে ত্রিপুরাতে অনেক নতুন সদস্য এবং নেতৃত্ব যোগদান করেছেন যাঁরা চাইছেন এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হোক আগামীদিনে যাতে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করে ত্রিপুরার মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে তৃণমূল।