টেট পরীক্ষা দিতে যাওয়ার সময় বিপত্তি। বীরভূমের ১৪ নম্বর জাতীয় সড়কে সদাইপুর থানার বাঁধেরশোলে দুর্ঘটনায় মুখে পড়ে পরীক্ষার্থীর গাড়ি। স্থানীয় সূত্রে খবর, পরীক্ষার্থী যে গাড়িতে যাচ্ছিলেন তা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাছে।তারই জেরে আহত পরীক্ষার্থী ও তাঁর পরিবার। সূত্রে খবর, আহত এই পরীক্ষার্থীর নাম শুভশ্রী দে।
এদিকে বীরভূম পুলিশ সূত্রে খবর, দুবরাজপুরে সিট পড়েছিল পরীক্ষার্থীর।এরপরই রবিবার সাঁইথিয়ার মাঝিগ্রাম থেকে গাড়ি নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা হন পরীক্ষার্থী। সঙ্গে ছিলেন তাঁর শাশুড়ি, স্বামী ও সন্তান।এরপর বাঁধেরশোল এলাকায় নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। গাছে ধাক্কা মারে গাড়ি।পরীক্ষার্থীর আঘাত তেমন গুরুতর না হলেও গুরুতর আহত হন পরীক্ষার্থীর শাশুড়ি।তাঁর পা ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।আহত শিশু সন্তান সহ তাঁর স্বামীও। দ্রুত স্থানীয়দের তৎপরতায় আহতদের নিয়ে যাওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।ঘটনাস্থলে আসে পুলিশও। বীরভূম পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, পরীক্ষার্থীর যাতে বছর নষ্ট না হয় তার জন্য পুলিশের তরফে তাঁকে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।কিন্তু দুর্ঘটনার জেরে মানসিক ভাবে ভেঙে পড়েন ওই পরীক্ষার্থী। তিনি জানান, শাশুড়ি গুরুতর আহত। চোট পেয়েছে শিশু সন্তান। সঙ্গে আঘাত লেগেছে স্বামীরও। ফলে এই মুহূর্তে পরীক্ষা দেওয়ার মানসিকতা নেই তিনি।