শুক্রবার সকালে দমদম পার্কের এক নম্বর পুকুর থেকে উদ্ধার করা হল এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ। স্থানীয়রাই এদিন সকালে ওই মহিলার দেহ পুকুরের জলে ভাসতে দেখতে পান। দ্রুত খবর দেওযা হয় লেকটাউন থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। যদিও ওই মহিলার পরিচয় এখনও পর্যন্ত জানতে পারেননি কেউই। পাশাপাশি কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে তাও এখনও পর্যন্ত স্পষ্ট নয় বলে জানানো হয়েছে লেকটাউন থানার পুলিশের তরফ থেকে। পাশাপাশি এও বলা হয়, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার কালে দমদম পার্কের এক নম্বর পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা দেখতে পান জলের মধ্যে কিছু একটা ভাসছে। তবে দূর থেকে বোঝা সম্ভব হয়নি তা কী হতে পারে। এরপর কাছে যেতে ঘটনা পরিষ্কার হয়। এরপরই খবর যায় লেকটাউন থানায়। মৃতদেহ উদ্ধারের পর পুলিশ সূত্রে খবর, মৃতদেহের একটি কানে দুল থাকলেও অন্য কানে দুল ছিল না। পাশাপাশি শরীরে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করেছেন লেকাটাউন থানার আধিকারিকেরা। এদিকে মৃতদেহ উদ্ধার করে আর জি কর হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এদিকে এলাকার বাসিন্দারও জানাচ্ছেন, এই মহিলাকে চেনেন না তাঁরা। কারণ এলাকায় কেউ এখনও পর্যন্ত নিখোঁজ হননি। এদিকে পুলিশও জানাচ্ছে, এলাকা থেকে কোনও নিখোঁজ ডায়েরি করা হয়নি। তবে পুলিশের প্রাথমিক ধারনা, মহিলা পুকুরে নেমে কোনওভাবে পড়ে গিয়েছিলেন। তারপর ডুবে গিয়ে মৃত্যু হয় তাঁর।