আবাস যোজনার ঘরে নামের নতুন তালিকায় নাম না থাকায় দুর্নীতির অভিযোগ

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের নামের নতুন তালিকা নাম না থাকায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ পঞ্চায়েত অফিসের সামনে স্থানীয়দের, ঘটনাস্থলে বিডিও আধিকারিকরা আসলে তাদের ঘিরে বিক্ষোভ। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির পুরনো তালিকায় নাম থাকলেও নতুন তালিকায় নাম কেটে দেওয়ার অভিযোগে বিক্ষোভ। বিভিন্ন সময়ে দুর্নীতি নিয়ে প্রশ্নের মুখে রাজ্য সরকারের ভূমিকা। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির পুরনো তালিকায় নাম থাকলেও দিন কয়েক আগে নতুন তালিকা তৈরি করে নাম বাদ দেওয়া হয়েছে কয়েকশো পরিবারের। অনৈতিকভাবে নম্বর দেওয়ার অভিযোগ এনে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে বাগদা থানার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে বিডিও-সহ প্রশাসনিক আধিকারিকেরা। বিডিও আধিকারিকদের ঘিরেও বিক্ষোভ চলে বেশ কিছু সময়। বাসিন্দাদের অভিযোগ, একবছর আগে যে তালিকা তৈরি করা হয়েছিল সেখানে প্রায় তিন হাজার মানুষের নাম ছিল। দিন কয়েক আগে নতুন করে তালিকা তৈরি করা হয়েছে জনপ্রতিনিধিদের না জানিয়েই। যাদের তালিকা থেকে নাম বাদ গিয়েছে তাদের অনেকেই ভাঙা বাড়িতে বাস করে, কাঁচা বাড়িতে বাস করে। বাসিন্দাদের বক্তব্য, তাদের নতুন করে তালিকায় নাম নথিভুক্ত করতে হবে নয় তারা আরো বৃহত্তর আন্দোলন শুরু করবে। যদিও এই নিয়ে বিডিওর আধিকারিকদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রধান আসমা তারা মণ্ডল শারীরিক অসুস্থতার কারণে পঞ্চায়েতে আসছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 3 =