দিল্লি: দিল্লি পুর নির্বাচনে আম আদমি পার্টি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। সে ক্ষেত্রে তাদের বাছাই করা প্রার্থীকেই মেয়র হিসেবে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।আপের তরফে একাধিক মহিলা প্রার্থী কাউন্সিলর পদে জয় পেয়েছেন। তার মধ্যে থেকেই কোনও একজনকে মেয়র হিসেবে বেছে নিতে পারে কেজিরওয়ালের দল। আর সেই কারণেই দিল্লি এবার মহিলা মেয়র দেখতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এদিকে দিল্লি পুরসভার আইন অনুযায়ী, একটি নির্দিষ্ট পোলের মাধ্যমে জয়ী প্রার্থীদের মধ্যে মেয়র পদপ্রার্থী বেছে নেওয়া হয়।যদি অন্য দলের তরফে মেয়র প্রার্থী নিয়ে কোনওরকম আপত্তি থাকে সে ক্ষেত্রে বিরোধী শিবির তাদের বক্তব্য জানাতে পারে। এরপর বিরোধীরা তাদের বাছাই করা প্রার্থীকে মেয়র হিসেবে নিযুক্ত করার জন্য দাবিও জানাতে পারে। পোলের মাধ্যমে ভোটাভুটি হয়। যে প্রার্থী সবচেয়ে বেশি সমর্থন পাবেন, তিনিই মেয়রের কুর্সিতে বসার সুযোগ পাবেন। এই পোলের জন্য স্পেশাল কমিশনার নিযুক্ত করা হয়। এদিকে বিজেপির জয়ী কাউন্সিলরদের মধ্যে রয়েছেন তিনজন প্রাক্তন মহিলা মেয়র। তাঁদেরও বিরোধী শিবিরের তরফে থেকে মেয়র পদের জন্য প্রজেক্ট করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এর মধ্যে বিজেপির বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ আনলেন মণীশ সিসোদিয়া। তাঁর আশঙ্কা, জয়ী আপ কাউন্সিলরদের ভাঙিয়ে নেওয়ার চাল চালতে শুরু করেছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই একাধিক বিধায়ককে মোটা টাকার টোপ ফেলা হচ্ছে বলেও গুরুতর অভিযোগ তোলেন সিসোদিয়া। আর সেই কারণেই কড়া নজরদারিতে রাখা হচ্ছে আপ কাউন্সিলরদের।