ফের ঝাড়গ্রাম শহরে হাতির তাণ্ডব, আহত ১

বুধবার ঝাড়গ্রাম শহরের কাঞ্চন মিল এলাকায় তাণ্ডব চালালো ১২ টি হাতির একটি দল। হাতির তাণ্ডবে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। ভেঙেছে ঝাড়গ্রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলেটেকনিক কলেজের প্রাচীর। এদিন ভোরবেলা শহরের পূর্ব দিকে দক্ষিণ-পূর্ব রেল লাইন সংলগ্ন কাঞ্চন মিলের পাঁচিলের সামনে ১২ টি হাতিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই সময় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রেললাইনদের পাশ দিয়ে যাচ্ছিলেন শহর সংলগ্ন খানাকুলের বাসিন্দা চাঁদু দোলুই। হাতির দল তাকে তাড়া করলে প্রাণ বাঁচতে ছুটে পালাতে গিয়ে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাকে হাতির আক্রমণের মুখ থেকে কোনো রকমে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। এরপরেই হাতির দলটি পলিটেকনিক কলেজের দিকে গিয়ে কলেজের প্রাচীর ভাঙতে থাকে। বনদপ্তরের কর্মীরা গিয়ে হাতিগুলিকে বাঁশতলার জঙ্গলের দিকে তাড়িয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =