অবশেষে ডেবিউ শাহরুখ পুত্রের!

এবার কি তবে নতুন পরিচালক পাচ্ছে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি? শাহরুখ পুত্র আরিয়ান খানের ইনস্টাগ্রাম পোস্টে তেমনই ইঙ্গিত।

চলচ্চিত্র তারকাদের সন্তানরা চলচ্চিত্র জগতে আসবেন, এমনটাই সাধারণত হয়ে থাকে। এ নিয়ে সাধরণ মানুষেরও উত্সাহ-উদ্দীপনা কম নয়।তারওপর আরিয়ানকে একঝলক দেখলে মনে হয় এ যেন হবহু শাহরুখের যৌবন বয়েস। তাই সকলেই এক্সাইটেড কবে আরিয়ানকে রুপোলি পর্দায় দেখা যাবে?

তবে সুপার স্টার শাহরুখের ছেলে জানিয়েছিলেন তিনি অভিনয় করতে চান না। বরং তাঁর লক্ষ্য পরিচালক হওয়া। এবার সেই ইচ্ছেপূরণের পালা। তবে আর কোনও জল্পনা নয়, এবার খোদ আরিয়ান খান নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবর শেয়ার করেন। লেখেন- ‘লেখার কাজ শেষ, এবার কেবল অ্যাকশন বলার অপেক্ষা’।

ছেলের পোস্ট দেখামাত্রই শাহরুখ খান প্রকাশ্যেই কমেন্ট করেছেন ‘দারুণ, ভাবনা, বিশ্বাস, স্বপ্ন দেখার পর্ব শেষ। এবার কাজের পালা। প্রথম কাজের জন্য অনেক শুভেচ্ছা। প্রথম কাজ সর্বদাই খুব বিশেষ হয়’। বাবার কমেন্ট দেখে আরিয়ানের আবদার, তিনিও অপেক্ষায় থাকবেন, কবে তাঁর বাবা সেটে সারপ্রাইজ ভিজিট দেবেন। শাহরুখের উত্তর, শুটিং শিডিউল সকালে না রেখে দুপুরে করলে তবেই সম্ভব।

শাহরুখ তনয়া সুহানা খান ইতিমধ্যেই অভিনয়ে হাতেখড়ি করেছেন। তবে শত চেষ্টাতেও আরিয়ান খানকে বলিউডে ডেবিউ করাতে পারেননি কেউ অভিনয়ের ক্ষেত্রে। অবেশেষ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন আরিয়ান, বি-টাউনে খবর তেমনই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 10 =