দিনহাটা: আক্রান্ত তৃণমূলের অঞ্চল সভাপতি। রবিবার দিনহাটার ১ ব্লকের গিতালদহ ১ গ্রাম পঞ্চায়েতে এক তৃণমূল নেতা মাহফুজুর রহমানকে লক্ষ্য করে চলে গুলি। সূত্রে খবর, গিতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মাহফুজুর রহমান বাড়ির কাজে বাইরে গিয়েছিলেন। রাতে ফেরার পথে তাঁকে ঘিরে কয়েকজন বাসিন্দা বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর মাহফুজুর রহমান তাঁর বাড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ডাকেন। তাঁদের সঙ্গে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনাও হয়। এরপর অঞ্চল সভাপতি নিজের বাড়ির পিছনে গেলে, সেখানে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা ৩-৪ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচেন ওই তৃণমূল নেতা। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেননি পুলিশ। এদিকে সূত্রে খবর, রবিবারই দিনহাটার গিতালদহ এলাকায় স্থানীয় প্রভাবশালী নেতা আবু আল আজাদকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপরই গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই তৃণমূলের অঞ্চল সভাপতি মাহফুজুর রহমান বাড়ি ফেরার পথে বিক্ষোভের মুখেও পড়েন। এরপরই ঘটে এই গুলি চালনার ঘটনা। ফলে দু’টি বিষয়েরই যোগসূত্র রয়েছে বলে মনে করছে পুলিশ।