সিঙ্গুর অনশনে ১৬ বছরে ট্যুইট মমতার

কলকাতা: ২০০৬ সালের ৪ ডিসেম্বর। আজ থেকে ১৬ বছর আগে এরকমই এক দিনে  কলকাতায় মেট্রো চ্যানেলে অনশনে বসেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার সেই মঞ্চ থেকে ডাক দিয়েছিলেন আমরণ অনশনের। দাবি, কৃষকদের মত ছাড়া সিঙ্গুরে জমি অধিগ্রহণ করা যাবে না। ৪ ডিসেম্বর মমতা যে অনশনের সূচনা করেন তা চলে ২৬ দিন ধরে। সাধারণ মানুষের একটা বড় অংশের সমর্থন সেদিন ছিল তাঁর সঙ্গেই। বামফ্রন্টের তীব্র নিন্দায় সোচ্চার তখন ছাত্র-যুব থেকে অশীতিপর বৃদ্ধও। সেখান থেকেই চিত্রপট বদল হওয়ার শুরু বঙ্গ রাজনীতির। দু’বছরের মধ্যে জোর থেকে আরও জোরাল হয় এই আন্দোলন। এরপর ২০০৮ সালের অক্টোবরে সিঙ্গুর ছাড়ার কথা ঘোষণা করেন রতন টাটা। এইদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে আন্দোলনের যে মন্ত্র ছড়িয়েছিলেন, ২০১১ সালের বিধানসভা ভোটে সেই আন্দোলনের জেরে ভেঙে পড়ে ৩৪ বছরের বাম জমনার অচলায়তন। এই দিনটিকে মনে করেই এদিন ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে লেখেন, ‘আজ থেকে ঠিক ১৬ বছর আগে সিঙ্গুরের কৃষক ও গোটা দেশের জন্য আমি আমার অনশনের লড়াই শুরু করেছিলাম। শক্তির কাছে যারা অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক কর্তব্য ছিল। লড়াইয়ের সেই আগুন এখনও আমার মধ্যে জ্বলছে। আমি কোনওদিন ভয় দেখিয়ে মানুষের অধিকার কেড়ে নিতে দেব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =