নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজ্যে ফের গ্রেপ্তার এক চিটফান্ড কোম্পানির মালিক। শনিবার মধ্যগ্রাম থেকে ত্রিভুবন অ্যাগ্রোর চেয়ারম্যান রাজীব দাসকে গ্রেফতার করে সিবিআই। রাজীব দাসের পাশাপাশি ওই চিটফান্ড সংস্থার আরও দুই আধিকারিককে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এখানে একটা কথা বলতেই হয়, সারদা-রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির সময়ই খবরের শিরোনামে উঠে আসে এই ‘ত্রিভুবন অ্যাগ্রো’ চিটফান্ড সংস্থার নামও। এরাও সাধারণ মানুষের কোটি কোটি টাকা প্রতারণা করে বলে অভিযোগ ওঠে। এদিকে সিবিআই সূত্রে খবর, সারদা-রোজভ্যালি সহ অন্যান্য চিটফান্ড সংস্থার মতোই ত্রিভুবন অ্যাগ্রোও কম সময়ে মোটা টাকা ফেরতের স্বপ্ন দেখিয়ে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, বারাসত সহ নানা জায়গায় অফিস খুলে বসে। এরপর এজেন্টদের দিয়ে কয়েক কোটি টাকা তোলে এই রাজ্য থেকেই। এরপর টাকা ফেরতের সময় এলেই গা-ঢাকা দেন সংস্থার কর্তারা। তবে শনিবার বিশেষ সূত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কাছে খবর আসে, সংস্থার কর্ণধার রাজীব দাস তাঁর মধ্যমগ্রামের বাড়িতে রয়েছেন। এরপরই অতর্কিতে হানা দেন সিবিআই আধিকারিকেরা আর এরপরই গ্রেফতার হন রাজীব।