সুন্দরবন: সুন্দরবন সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি বাস চালু করার আশ্বাস দিয়ে এসেছিলেন। আর সেই ঘোষণা অনুসারেই শনিবার থেকে চালু হয়ে গেল সরকারি বাস পরিষেবা। কারণ, সুন্দরবনের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই বাস পরিষেবা, যার মাধ্যমে সরাসরি কলকাতার সঙ্গে যোগাযোগ করা যাবে। এই বাস পরিষেবা চালু হওয়ায় মাধ্যমে সুন্দরবন ও কলকাতার যোগাযোগ একেবারে হাতের মুঠোয় এসে পৌঁছাবে। একদিকে যেমন শহর ও শহরতলির বিভিন্ন হাসপাতালে দ্রুত পৌঁছে যেতে পারবেন প্রত্যন্ত এলাকার মানুষ ঠিক তেমনই কলকাতা ও শহরতলির মানুষও সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলিতে খুব সহজে যেতে পারবেন। এই বাসে চেপে শহরের বাসিন্দারা বারাসত থেকে মাত্র ৫ ঘণ্টায় পৌঁছে যাবেন সুন্দরবনের একেবারে শেষ প্রান্তে। বাসের সর্বাধিক ভাড়া ধার্য হয়েছে ৮৩ টাকা।
বিস্তারিত আসছে…………………