কলকাতা: ফের বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার। আর ৫০ লক্ষ টাকা এই নগদ টাকা উদ্ধার হল পোস্তা থানা এলাকার ১০ নম্বর দিগম্বর জৈন টেম্পল রোড থেকে। আর এই ঘটনার জেরে একইসঙ্গে দু’জনকে গ্রেপ্তারও করেন কলাকাতা পোস্তা থানার আধিকারিকেরা। কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আনোয়ার হোসেন মোল্লা ও মোস্তাকিন মোল্লা। এই দু’জনের কাছ থেকেই এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। তবে এই টাকার উৎস কী তা বলতে পারেননি ধৃতরা। পুলিশের অনুমান হাওয়ালায় এই টাকা খাটানো হতো। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বছর একান্নর আনোয়ার হোসেন মোল্লা ও মোস্তাকিন সম্পর্কে বাবা-ছেলে। দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরের চণ্ডীহাট এলাকার বাসিন্দা তাঁরা।
ধৃতদের প্রাথমিক জেরা করে যে তথ্য কলকাতা পুলিশের আধিকারিকেরা জানতে পেরেছেন, তা হল, তাঁরা কটন স্ট্রিটে একটি সংস্থার দফতর থেকে ওই নগদ টাকা সংগ্রহ করেছিলেন। আর এখানেই পুলিশের অনুমান, আনোয়ার এবং মুস্তাকিন নগদ লেনদেনের ক্যারিয়ারের কাজ করেন। কারণ, তাঁদের সঙ্গে এই বিপুল পরিমাণ টাকা থাকলেও এই টাকা সংক্রান্ত কোনও নথি তাঁরা দেখাতে পারেনি। পুলিশের অনুমান, বাবা-ছেলে দু’জনই ক্যারিয়ার বা বাহক। প্রতি লাখে ২০০ টাকা করে পেতেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে তপসিয়ার একটি ঠিকানাও পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, মাস দু’য়েক আগেই গার্ডেনরিচে এক ব্যবসায়ীর ঠিকানায় তল্লাশি অভিযানে প্রায় ৭ কোটি টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। এদিকে পুলিশ সূত্রে খবর, ধৃতদের শনিবার আদালতে তোলা হবে। ইতিমধ্যেই আয়কর বিভাগকে বিষয়টি জানানোও হয়েছে।