নিজস্ব প্রতিবেদন, কলকাতা: ইকোপার্ক থানা এলাকায় ফের খোঁজ মিলল এক প্রতারণা চক্রের। ইকো পার্ক থানা সূত্রে খবর, ভুয়ো চাকরি দেওযার নামে বেশ কিছুদিন ধরে চলছিল এই লোক ঠকানো কারবার। আর সেই কারণেই ইকোপার্ক থানায় এলাকায় একটি বহুতলে রীতিমতো অফিসও খুলে ফেলেছিলেন তাঁরা। আর সেখান থেকেই চলত লোক এই ঠকানোর কারবার। ইকো পার্ক পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, পুলিশ ইতিমধ্যেই ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছে। ওই প্রতারণাচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই সব প্রশ্নের উত্তর খোঁজা চেষ্টা চালাচ্ছেন ইকোপার্ক থানার পুলিশকর্মীরা।
এই ঘটনায় ইকোপার্ক থানার তরফ থেকে জানানো হয়, নওপাড়া এলাকায় একটি বহুতল আবাসনের পাঁচতলায় খোলা হয়েছিল অফিস। রীতিমতো ঝাঁ চকচকে এই অফিস ঘরের চেহারা। যাতে কোনও ভাবেই কোনও সন্দেহ না হয় তাদের এই প্রতারণা নিয়ে। আর এই অফিস থেকেই ফোন যেত বিভিন্ন কর্মপ্রার্থীদের কাছে। মূলত যেসব যুবক যুবতীরা বিভিন্ন ওয়েবসাইটে চাকরির জন্য আবেদন করতেন, তাঁদের ফোন করা হত। বলা হত বিভিন্ন সরকারি দফতর, এয়ারপোর্ট বা বিভিন্ন ই-কমার্স সংস্থায় চাকরি পাইয়ে দেওয়া হবে। একবার সেই ফাঁদে পা দিলেই প্রথমে বলা হত রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিতে হবে। পরে আরও বিভিন্ন কারণ দেখিয়ে দফায় দফায় টাকা নেওয়া হত। কিন্তু চাকরি আর মিলত না। বিগত বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে এমন অভিযোগ আসছিল। আর এই সব অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সূত্র মারফত খবর পেয়ে গতকাল ইকোপার্ক থানার পুলিশ ওই বহুতলে অভিযান চালান। ঘটনায় হাতেনাতে পাকড়াও করা হয় দুই যুবক ও এক যুবতীকে। শুক্রবার ইকোপার্ক থানার পুলিশ ধৃতদের বারাসত আদালতে পেশও করে।