মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত রানি এবং রাক্ষসীর সঙ্গে তুলনা করে বিতর্কে বনগাঁ উত্তরের বিধায়ক

মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত রানি এবং রাক্ষসীর সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। পাল্টা ব্ল্যাকার আর স্মাগলার বলে কটাক্ষ বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের। প্রায় ৬ মাস আগে তৈরি হয়েও চালু হয়নি হাই ডিপেন্ডেন্সি বিভাগ। যার ফলে বিপাকে পড়েছেন অসংখ্য রোগীরা। বনগাঁ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ডাক্তার নার্সের অভাবে চালু করা যাচ্ছে না ২৪ বেডের এইচডিইউ বিভাগ (হাই ডিপেন্ডেন্সি ইউনিট)। তবে তৈরির পরে প্রায় ছয় মাস কেটে গেলেও চালু না হওযায় ক্ষুব্ধ বাসিন্দারা। যা দ্রুত চালু করার দাবি জানিয়েছেন বিরোধী দলগুলি। বনগাঁ হাসপাতালের উপর নির্ভর করে বনগাঁ মহাকুমার লক্ষাধিক মানুষ। জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীকে কলকাতায় রেফার করছে চিকিৎসকেরা। জরুরি রোগীদের জন্য বছর ছয় আগে ৭ বেডের এইচডিই তৈরি হলেও তা প্রয়োজনের তুলনায় অনেকটাই নগণ্য। এদিন পরিষেবা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত রানি এবং রাক্ষসী বলে কটাক্ষ করে বিতর্কে জড়ালেন। তিনি আরও বলেন, রাজ্য সরকার নিজেরা খাবে নাকি মানুষের পরিষেবা দেবে। পাল্টা বাগদার বিধায়ক তথা বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, নার্স এবং ডাক্তারের একটু সমস্যা রয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশোক কীর্তনিয়ার মন্তব্যকে পাল্টা বিশ্বজিৎ দাস বলেন, উনি একজন ব্ল্যাকার-স্মাগলার পয়সার জোরে দাঁড়িয়ে গেছে। তাই ওনার কথার উত্তর না দেওয়া ভালো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eighteen =